ভৈরবে বি.এন.পির দ্বি-বার্ষিক সম্মেলন,কে আসছেন নেতৃত্বে!
আশরাফুল আলম:
কিশোরগঞ্জ ভৈরব উপজেলার বি.এন.পির দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে উজ্জ্বেবিত বিএনপি
সারা শহরে ব্যানার,ফেস্টুন দিয়ে সাজে সজ্জিত!
বিএনপির সম্মেলন আগামীকাল রোজ শনিবার(২১ মে) ভৈরব জিল্লুর রহমান পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হবে।উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয়তাবাদ বিএনপি দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃশরীফুল আলম,এছাড়াও কিশোরগঞ্জ জেলা কমিটির অনেক নেতা-কর্মী উপস্থিত থাকবেন বলে জানা যায়। সম্মেলন ঘিরে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করতে দেখা গেছে। সম্মেলনকে কেন্দ্র করে ভৈরব শহরজুড়ে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছড়িয়ে গেছে।
সম্মেলনকে ঘিরে তৃণমূলে বেশ আগ্রহ দেখা দিচ্ছে। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
এক প্রশ্নের জবাবে দায়িত্বপ্রাপ্ত এ বিএনপি নেতা বলেন এখন পর্যন্ত প্রশাসনের কাছ থেকে আমাদের কোনো ধরনের বাঁধা দেয়া হয়নি। আশা করি তারা আমাদের সহযোগিতা করবে। আমরা ইতিমধ্যে তাদের কাছে আমাদের সম্মেলনের ব্যাপারে জানানো হয়েছে। আমরা প্রশাসন, সাংবাদিক ও নেতাকর্মীদের কাছ থেকে সফল ও শান্তিপূর্ণ সম্মেলন করতে সহযোগিতা চাচ্ছি।
Leave a Reply