আশরাফুল আলম:
কিশোরগঞ্জ জেলা ভৈরবে উপজেলায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্বপন (৩৮) নামে এক অটোচালক নিহত হয়েছেন। রোববার ভোরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পার্শ্বে মিরারচর এলাকায় স্বপনের মৃত্যু হয়। পুলিশ ৯৯৯ নাম্বার থেকে ফোন পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
ছিনতাই কারীর ছুরিকাঘাতে অটোরিকশা চালক নিহতের সংবাদ পেয়ে মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস), কিশোরগঞ্জ। রেজুওয়ান দিপু, সার্কেল অফিসার,ভৈরব, কুলিয়ারচর। মোঃ গোলাম মোস্তফা, অফিসার ইনচার্জ, মোঃশাহ আলম মোল্লা (তদন্ত)ভৈরব থানা,ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপজেলার শিবপুর কান্দা এলাকার নায়েব আলীর ছেলে নিহত স্বপন। পুলিশের ধারণা, আজ ভোররাত ৪ টার সময় ঘটনাটি ঘটে। রোববার সকাল ১০টায় তার লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠিয়েছে। ঘটনায় মামলা দায়েরের প্রস্তটি চলছে ।
নিহত অটোচালকের স্ত্রী আনারকলি বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন যাবত অটোরিকশা চালায়। আজ ভোর সাড়ে ৩টায় সেহেরি খেয়ে বাসা থেকে বের হয়ে একটি ভাড়া নিয়ে ভৈরব যাওয়ার কথা ছিল। সকাল ৬ টায় পুলিশের কাছ থেকে জানতে পারি আমার স্বামীর লাশ থানায় পড়ে আছে। কারা কিভাবে তাকে হত্যা করল তা বলতে পারছিনা।
ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম মোল্লা বলেন, আজ ভোর ৫টায় পুলিশের ৯৯৯ নাম্বার থেকে ফোন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে রাস্তায় লাশের পাশে একটি অটোরিকশা দেখতে পায়। এসময় রাস্তা থেকে একটি ছুরি উদ্ধারসহ লাশ ও অটোরিকশাটি থানায় নিয়ে আসে। লাশের পকেটে তার মোবাইল পুলিশ উদ্ধার করে বলে জানানা যায়।
Leave a Reply