মোঃ আমিরুল ইসলাম,
শাহ্জাদপুর প্রতিনিধিঃ-
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোনজের আলী সেলিম সৃতি ফুটবল টুনামেন্টে আজকের খেলার সভাপতি ছিলেন,মোঃবাণী ইসলাম (বাণী)খেলায় সম্মানিত অতিথিবৃন্দু হিসেবে উপস্থিত ছিলেন।আলহাজ্ব আবুল কালাম আজাদ,আরো উপস্হিত ছিলেন তাল গাছী বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি নবনির্বাচিত সভাপতি মোঃ আব্দুল মতিন আকন্দ, উপস্হিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম (বি,এ)আরো উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অদ্য ৩/১২/২০তালগাছী আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ে ফুটবল খেলাটি অনুষ্ঠিত হল।আজকের খেলায় যে দুটি দল অংশ গ্রহণ করেন।তাল গাছী মোহামেডান ক্যাব ও তালগাছী আপন ব্রার্দাস।এই খেলাটি বিকেল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়,খেলাটি এক ঘন্টা দশ মিনিট অনুষ্ঠিত হয়।এই খেলায় দুই টি গোল হয়।প্রথম রাউন্ডে ৩০মিনিট খেলে কোন দলেই গোল করতে পারেন নি।১০মিনিট বিরতি হবার পরে,দ্বিতীয় রাউন্ডে প্রথম গোল করেন।মোহামেডান টিমের অধিনায়ক মোঃ সামিদুল ইসলাম,৫নাম্বার জারছি পরিহৃত খেলোয়ার।২য় গোল করেন আপন ব্রার্দাসের ৩নাম্বার জারছি পরিহিত খেলোয়ার মোঃ মেরাজ।এই খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হলেন প্রথম গোলদাতা মোঃ সামিদুল ইসলাম।পুরস্কার টি তুলে দেন।সম্মানিত অথিতিবৃন্দুরা।এই খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ পুরস্কিত করেন,সাধীন বার্তা ২৪, ও নায়া আলোর সাংবাদিক মোঃ আমিরুল ইসলাম।