মোঃ মজিবুর রহমান, নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ কৃষক লীগ কাপাসিয়া উপজেলা শাখার ১১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা কৃষক লীগের সভাপতি আতিকুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক মনির হোসেন আনুষ্ঠানিক ভাবে আজ ১ ডিসেম্বর দুপুরে এ কমিটি ঘোষণা করেন।
দুর্গাপুর ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি মো.সুলতান উদ্দিন শেখ কে আহবায়ক ও তরগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বেপারী কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির ঘোষণা করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন যুগ্ম সম্পাদক এমদাদুল হক, আঃমান্নান,হযরত আলী দর্জী, সদস্য সাইফুল ইসলাম মনির , আবুল কাসেম, নূরুল ইসলাম নূরু, খোরশেদ আলম সরকার, আইয়ুবুর রহমান ও হারুন অর রশিদ।
আহবায়ক কমিটির মো.সুলতান উদ্দিন শেখ ও জাকির হোসেন বেপারী নেতৃত্বে আহবায়ক কমিটি সদস্যরা সংস্কৃতি বিষয় মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।