নিউজ ডেস্ক ||
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি ছিনতাই চক্র নিয়মিত কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা এলাকায় মানুষের কাছ থেকে মোবাইল, টাকা-পয়সা ও দামি জিনিসপত্র ছিনিয়ে নিয়ে যায়। এমতাবস্থায় উক্ত ছিনতাই চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে র্যাবের নিয়মিত টহল টিমের একটি আভিযানিক দল ৩০/১১/২০২০ ইং তারিখ ২২.৫০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরবের কমলপুর মুসলিমের মোড় স্থানে অভিযান পরিচালনা করে মোঃ রোকন মিয়া (২০)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ০১ টি ধারালো ছুরি উদ্ধার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। আসামী রোকন ভৈরব কমলপুর বাসষ্ট্যান্ডের মৃত লিটন মিয়ার ছেলে।