1. NewsDesk@gmail.com : News Desk : News Desk
  2. admin@nayaalo.com : Palash3700 :
  3. rakib@gmail.com : Admin : Rakib Musabbir
  4. bhairabkantho@gmail.com : saimur : rj saimur

ভৈরবে আবারো ফ্রান্সের বিরুদ্ধে মানববন্ধন

  • আপডেট শনিবার, ৩১ অক্টোবর, ২০২০

পূর্ণিমা হোসাইন, স্টাফ রিপোর্টার।।

হযরত মুহাম্মদ (সাঃ)এর ব্যঙ্গ ছবি বানিয়ে ফ্রান্স প্রেসিডেন্ট সেই ছবি প্রকাশে এনে বিশ্ব নবীকে অপমান করে।এতে ক্ষিপ্ত হয় মুসলিম জাতি।মুসলিম রাষ্ট্রগুলোতে এখন চলছে ফ্রান্স বিরোধী আন্দোলন।

সেই সাথে বাংলাদেশের সকল মুসল্লীসহ
সাধারণ মানুষ ফ্রান্সের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। কিশোরগঞ্জের ভৈরবেও ফ্রান্স বিরোধী আন্দোলন চলছে। গত ২৯ অক্টোবর ভৈরব উপজেলার সকল মুসল্লীরা মিলে বিশাল মানববন্ধনের আয়োজন করে।

আজ ৩১ অক্টোবর শনিবার আবারো সাধারণ জনতা, মুসল্লী এবং বিভিন্ন সংগঠনের কিশোররা স্লোগানের মাধ্যমে ভৈরব দুর্জয় মোড়ে এসে মিলিত হয়ে যায়।

মানববন্ধনে ফ্রান্সের প্রেসিডেন্টের ছবিতে জুতা মেরে পায়ের নিচে রেখে ছিরে এবং ছবিতে থুতু ফেলে।

মানববন্ধনে মূল স্লোগান ছিলো,ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাকরন এর শাস্তি চায়,বিচার চায়। ফ্রান্সের সাথে প্রতিটা মুসলিম রাষ্ট্রের সম্পর্ক বিচ্ছিন্ন করে ফ্রান্সের সকল পণ্য বয়কট করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© All rights reserved Nayaalo.com 2020
Site Customized By NewsTech.Com