পটুয়াখালীতে হামলার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন পণ্ড

122

রোববার পটুয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলনে হামলার ঘটনা ঘটে।

পটুয়াখালীর বাউফলে বহিরাগতদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় দুই নারী নেত্রীসহ ৪ জনকে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার বিকেল ৫টায় উপজেলা পরিষদের প্রধান গেটের ভিতরে  উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামের অপসারণের দাবিতে বাউফল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে সিয়াম আহমেদ সংবাদ সম্মেলন আহ্বান করেন।

সংবাদ সম্মেলন শুরুর কয়েক মিনিট আগে এসে ইউএনওর অফিস পিওন শ্যামল চন্দ্র  প্রধান গেটে তালা লাগিয়ে দেন। এরপর সংবাদ সম্মেল শুরু হওয়ার সাথে সাথে বহিরাগত কয়েক যুবক এসে ব্যানার ছিড়ে নিয়ে যায়। এ নিয়ে কিছু সময় হৈ চৈ চলার পর পুনরায় সংবাদ সম্মেলন শুরু হলে ওই সব বহিরাগতরা এসে আবার হামলা চালিয়ে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যের কাগজ নিয়ে যায়।

এ নিয়ে পুরা হট্টগোল শুরু হলে ইউএনওর নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েক অস্ত্রধারী আনসারসহ ২০-২৫ জন ঘটনাস্থলে আসে। এসময় তারা বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতৃবৃন্দকে গেটের বাইরে চলে যেতে বলেন। একপর্যায়ে তাদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বাকবিতণ্ডা হয়। তখন কয়েক আনসার সদস্য শাহনাজ, আয়শাতুন্নেছা বর্ষা, শুভ চন্দ্রশীল ও সিয়াম আহম্মেদকে ধাক্কা মারেন। এরপর তাদের সংবাদ সম্মেলন পণ্ড হয়ে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেত্রী শাহনাজ অভিযোগ করেন, সম্প্রতিহ বাউফলের ইউএনও আমিনুল ইসলাম কালের কণ্ঠের সাংবাদিক ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এমরান হাসান সোহেলের সাথে অসদাচরণ করেন। এর প্রতিবাদে তারা শান্তিপূর্ণ সংবাদ সম্মেলন করছিলেন। তখন ইউএনওর লেলিয়ে দেওয়া গুণ্ডাবাহিনী তাদের ওপর হামলা করে তাদের সংবাদ সম্মেলন পণ্ড করে দেয়।

অন্যদিকে, ইউএনও আমিনুল ইসলাম জানান, এরকম কোনো ঘটনাই ঘ‌টেনি।

সুত্র এনটিভি অনলাইন