পূর্ণিমা হোসাইন ,স্টাফ রিপোর্টার:
ঢাকা সিলেট হাইওয়ে সড়কে নরসিংদী জেলার শিবপুর থানা ইটাখোলা হাইওয়ে থানায় অবস্থিত বড়ইতলা (কারারদি)নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে।আজ ৮ মার্চ রোজ মঙ্গলবার সকাল ৮ টা ১৫ মিনিটে। ঢাকা অফিসিয়াল কাজে যাচ্ছিলেন শাপলা টিভির সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃহাবিবুর রহমান ও আশরাফুল আলম,দৈনিক আমাদের কণ্ঠ স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ জেলা।সাংবাদিক আশরাফুল আলম ও মোঃহাবিবুর রহমান দুইজনেই নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার কার্যকরী সদস্য। সাংবাদিক আশরাফুল আলম বলেন আমরা ভৈরব থেকে ঢাকার উদ্দ্যেশে যাত্রা দিয়ে প্রাইভেটকার দিয়ে ঢাকামূখী যাচ্ছিলাম ঐ সময় আমাদের গাড়ীর গতিবেগ ছিল স্বাভাবিক। হঠাৎ করে পিছন থেকে গাড়ীর ধাক্কার বিকট আওয়াজ শুনতে পাই।পিছনে থাকা জিভগাড়ীর গতিবেগ ছিল অস্বাভাবিক তাই সেই গাড়ীর গতিসীমা কন্ট্রোল করতে না পেরে সজোরে ধাক্কা দিলে আমাদের গাড়ীটি রাস্তা থেকে নামায় খুটির সাথে আটকে যায়।তাৎক্ষনিক ইটাখোলা হাইওয়ে থানায় (ওসি) হায়দার সাহেবের সাথে কথা বলে তিনটি গাড়ীকে এসআই মোজাম্মেল কে বুঝিয়ে দিয়ে ভৈরব মেঘনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি।দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়ার দরখাস্ত চেয়েছেন তিনি।
Leave a Reply
You must be logged in to post a comment.