“সুন্দর ভৈরব চাই”-অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু
আমরা ভৈরববাসি ঘরে ঘরে মেঘনার স্বচ্চ জল চাই,শহরের রাস্তায় হাটার নিরাপদ সুবিধাসহ যানজটমুক্ত শহর দেখতে চাই, চাই চুরি- ডাকাতি ও ছিনতাইমুক্ত পরিবেশ,পরিকল্পিত নগরায়ন চাই,পরিকল্পিত শিল্প চাই ওনীতির প্রয়োগ চাই, মাদকমুক্ত পরিবেশ রক্ষায় কার্যকরী পদক্ষেপ সহ নৌ-পথ,সড়কপথ ও রেলপথে অবৈধ চাঁদাবাজির অবসান চাই, আসন্ন বর্ষা মৌসুমে শহরের পানি নিস্কাষনে ড্রেনেজ ব্যবস্হার আমুল পরিবর্তনসহ শহরের জলবদ্বতার চির অবসান চাই,ফুটপাতসহ ব্যস্ততম রাস্তার ওপর স্হায়ী -অস্হায়ী দোকানপাট খোলার নিরসন চাই,রেল স্টেশনরোডসহ খানাখন্দকে ভরাসড়কের আশুসংস্কার চাই। মনে রাখবেন যথাযথ কর্তৃপক্ষের ভাল পরিকল্পনাসহ গঠনমূলক প্রস্তুতিতে কাজ সফলতার মুখ দেখতে পারে।সবার সমন্বিত উদ্যোগের অভাবে আধুনিক শহর পরিকল্পনা অসার হবে,আমি-আপনি কেহই রক্ষা পাবো না।আসুন,সময়ের প্রয়োজনে সবাই ইতিবাচক কিছু একটা ভাবি ও বাস্তবায়নে উদ্যোগ নিই।
অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু,
সভাপতি
“সুন্দর ভৈরব চাই”
Leave a Reply
You must be logged in to post a comment.