1. admin@nayaalo.com : Ashrafhabib :
  2. nayaalo.com@gmail.com : News Desk : News Desk
সিলেটে একজন সুনামধন্য সাংবাদিকের নামে মিথ্যা জিডি ও অনলাইন নিউজের বিরুদ্ধে প্রতিবাদ - Nayaalo
শিরোনাম
ভৈরবে দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ভৈরবে মফস্বল সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন হালিম সভাপতি রাজু সম্পাদক সাংবাদিকরা কারো বন্ধু না!-আশরাফুল আলম ২৬ জনকে ফাঁসি দেওয়া জল্লাদ শাহজাহানের মুক্তি! নিসচা’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম‍্যান সৈয়দ এহসানুল হক কামালের মৃত্যুতে নিসচা ভৈরব শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত। মামুনুল হকের বিয়ে বৈধ ছিল,সাক্ষ্যতে ঝর্নার ছেলে আব্দুর রহমান। অনলাইন পল্লি মায়ের বিদ্যুৎ-আলী জামশেদ বাবা তোমায় মনে পড়ে-আলী জামশেদ বাংলাদেশের প্রথম ধনী ব্যক্তি শিল্পপতি জহুরুল ইসলাম। রেনেসাঁ অভিনয় শিল্পী সংঘের সভাপতি শামসুল হক বাদল ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম।

সিলেটে একজন সুনামধন্য সাংবাদিকের নামে মিথ্যা জিডি ও অনলাইন নিউজের বিরুদ্ধে প্রতিবাদ

  • আপডেটের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ১৮২ জন দেখেছেন

নিজস্ব প্রতিনিধি সিলেটঃ

গত ০৪/০৩/ ২০২২ ইং তারিখে এবাদুল হক চৌধুরী পিতাঃ আব্দুল হান্নান চৌধুরী মাতাঃ সাকি বেগম চৌধুরী তাহার পৈতৃক সম্পত্তির মাটি কাটা নিয়ে পশ্চিম ভাটপাড়া আ/ এ এলাকার কথিত সাংবাদিক বিষু চন্দ্র নাথ পিতা- মৃত বীরেন্দ্র দেবনাথের বিরুদ্ধে শাহপরান থানায় এবাদুল হক চৌধুরী বাদী হয়ে সাধারন ডায়রী করেন এবং পরবর্তীতে বাংলাদেশের জাতীয় দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকায় প্রকাশিত হয়। সেই খবরে আমার সংশ্লিষ্ঠতা আছে ভেবে ঐ বিষু দেবনাথ বাদী হয়ে নাথপাড়া – ২৪৪ আ/এ, ঠিকানা উল্লেখ করে সিলেটের একজন সুনামধন্য ও আলোচিত হযরত শাহজালাল রহঃ প্রেসক্লাবের সদস্য সচীব, জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার এর সিলেটের সিনিয়র সাংবাদিক ও জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি ও বিশিষ্ট সাংবাদিক তোফায়েল আহমদ এর নামে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সিলেটের শাহপরান থানায় একটি সাধারন ডায়রী করে যার নং উল্লেখ করে ৩৫৩ যেখানে তারিখ উল্লেখ করে ০৭/০৪/২০২২ ইং। বিষু চন্দ্র নাথ জিডিতে উল্লেখ করে ভূই ফোড় সাংবাদিক যা জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার ও মাতজগত পত্রিকার সম্পাদক ও প্রতিষ্ঠানের মানক্ষুন্ন করার শামিল। আরো উল্লেখ করে আমার নামে নাকি বহু মামলা আছে যা আদৌ কোন ভিত্তি নেই। আমার নামে বিভিন্ন ভূয়া কার্ড ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে আমার মানসম্মান নষ্ট করতেছে। আমি অনতিবিলম্বে তাহার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করবো। এবাদুল হক চৌধুরী ও ভূমিখেকো খ্যাত বিষু চন্দ্র নাথের বিরুধের বিষয়ে আমার কোন সংশ্লিষ্টতা আদৌ নেই। তাই এই ঘঠনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর...
© All rights reserved © 2022 নায়াআলো ডটকম
Developed By HM.SHAMSUDDIN