আশরাফুল আলম:
ভৈরব রিপোর্টাস ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক ও ভৈরব অনলাইন নিউজ ক্লাব এর সভাপতি,দৈনিক পূর্বকণ্ঠের নির্বাহী সম্পাদক মো.আলাল উদ্দিন জাতীয় সামাজিক সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই নিসচা’র কেন্দ্রীয় কমিটির পুনরায় কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন । আজ নিসচা’র কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনন্দিত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ২০২২ – ২০২৩ মেয়াদের আগামী দুই বছরের জন্য ৫৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন । মোঃ আলাল উদ্দিন প্রায় দুই যুগ যাবৎ এই সড়ক আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ।তিনি বিভিন্ন সময়ে নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় কমিটির নানা পদে অধিষ্ঠিত থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন ।বর্তমানে তিনি ভৈরব উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। এ কারণে তিনি বিভিন্ন সময়ে জাতীয় সাংগঠনিক সম্মাননা সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হন ।
এছাড়াও তিনি বাংলাদেশ মানবাধিকার কমিশন ভৈরব পৌর শাখার সাধারণ সম্পাদক, প্রথম আলো ভৈরব বন্ধুসভার উপদেষ্টা ,পিঠা উৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা, হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি বিভিন্ন দৈনিক সাপ্তাহিক ও অনলাইন নিউজ পোর্টাল এর সাথে সাংবাদিক হিসেবে সততার সাথে দীর্ঘদিন যাবত কর্মরত আছেন ।
Leave a Reply
You must be logged in to post a comment.