পার্থিব অভিনয় শিল্পী পরিবারের নির্বাচন ২০২২-২০২৪ ইং সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৩ পদে ৪০জন প্রার্থী।
রিপোর্ট,শামীম আহমেদ :
কিশোরগঞ্জ, ভৈরব ব্রাহ্মণবাড়িয়া ,নরসিংদী,সিলেট,কুরিগ্রাম,টাঙ্গাইল,ময়মনসিংহসহ আশপাশ এলাকায় যারা জাতীয় ও স্থানীয় অভিনয় শিল্পী আছেন, যারা বাংলাদেশ চলচ্চিত্র, টেলিভিশন ও ইউটিউব চ্যানেলে এবং জাতীয় চ্যানেলে অভিনয় করেন তাদের সমন্বয়ে *পার্থিব অভিনয় শিল্পী পরিবার* সংগঠনের নির্বাচন আগামী ২৫/০২/২২ ইং তারিখ ।
উক্ত নির্বাচনে ১-সভাপতি পদে-পার্থিব মামুন,মিজানুর রহমান পাটোয়ারী, শামীম আহমেদ,২-সিনিয়র,সহ-সভাপতি পদে -(২),মাসুম খান,আঃ মজিদ, আইয়ুব আলী,৩-সহ-সভাপতি পদে-নাফিজ ইকবাল,সেলিম সিরাজী,লুৎফর রহমান সানি,খন্দকার সবুজ ৪-সাধারন সম্পাদক পদে-মনির চৌধুরী,এসআই জাহাঙ্গীর, আশরাফুল আলম,রিয়াজুল জুয়েল, ৫-যুগ্ন সাধারণ সম্পাদক পদে-সম্পাদক-মাসুম ভৈরবী,পুরা কামাল, কামরুল ইসলাম,মাসুদ রানা নবাব,৬-সাংগঠনিক সম্পাদক পদে-দুর্জয়,শরীফ বক্স,খোকন মিয়া,৭-অর্থ সম্পাদক,রাজন প্রিয়ম,পরাগ,৮-তথ্য ও প্রচার সম্পাদক পদে,ফয়সাল খান,মাসুদ আলম সুমন,৯-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে,সেলিম হোসেন মুন্না,রফিক ভৈরবী,বাচ্চু মিয়া,১০-আন্তর্জাতিক সম্পাদক পদে-মোঃ অসিউজ্জামান মুরাদ,রায়হানুর আবেদীন,নাসির ভৈরবী,মারুফ হাসান,১১- ধর্ম বিষয়ক সম্পাদক পদে,আনোয়ার হোসেন,খোরশেদ আলম আলামিন, জাহাঙ্গীর আলম, ১২-নারী বিষয়ক সম্পাদিকা পদে,চৈতি ইসলাম,রেখা,খান,১৩-কার্যকরী সদস্য-(৩ জন), পদে শাওন আহমেদ হামিদুর রহমান,বোরহান,কামাল আহমেদ দুর্জয়। সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ১৩ পদে ৪০ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করছেন। এব্যাপাওে সংঘঠনের প্রতিষ্ঠাতা পার্থিব মামুন বলেন, আমাদেও দেশীয় সংস্কৃতি পার্থিব অভিনয় শিল্পী পরিবারের সদস্যদের নিয়ে দেশের জাতীয় চলচিত্র ও টেলিভিশন এবং অনলাইন মিডিয়ায় নাটক,শর্টফ্লিম, ডোকোমেন্টারী,প্রাতিষ্ঠানিক ভিডিও বিজ্ঞাপন নির্মাণ করে যাচ্ছি। যা কিনা বাংলাদেশ সহ বিশ্বের অনেক রাষ্ট্রের প্রবাসী-বিদেশীরা উপভোগ করছেন । পার্থিব অভিনয় শিল্পী পরিবারের ৩ বারের নির্বাচন আগামী ২৫ ফেব্রুয়ারী ২০২২ইং রোজ শুক্রবার কিশোরগঞ্জ জেলার ভৈরবে অনুষ্ঠিত হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.