ভৈরব প্রতিনিধি।।
” সবাইকে সাথে নিয়েই আমি ভৈরর পৌরসভার উন্নয়ন করবো-বললেন মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু’
বিশ্ব ব্যাংক সহায়তাপুষ্ট মিউনিসিপ্যাল গভরন্যান্স এনড সার্ভিসেস প্রকল্প(এমজিএসপি)-র কার্যক্রম ভৈরব পৌরসভায় সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ভৈরব পৌরসভার শহর সমন্বয় কমিটি’র (TLCC) ত্রৈমাসিক ( অক্টোবর-ডিসেম্বর ২০২২) সভা আজ ১০ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার সকাল ১০টায় পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু’র সভাপতিত্বে পৌর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আহমেদ ও পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ শাজাহান মিয়া। TLCC সম্মানিত সদস্যগণের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা হাজী মোঃ সেলিম খান,আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা তালাওয়াত হোসেন বাবলা,সাংবাদিক ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার সম্পাদক-প্রকাশক তাজুল ইসলাম তাজ ভৈরবী, বিশিষ্ট সাংগঠনিক ব্যক্তিত্ব ও এনজিও কর্মী সাইদুর রহমান বাবলু, সমাজসেবক মিসেস আফসানা জাহান এবং ভৈরব পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর বৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। আজকের সভায় মোট ৭টি আলোচ্য সূচী ও ভৈরব পৌরসভার ১২টি ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘ আলোচনা হয় এবং অনুষ্ঠানের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু প্রত্যেকটি সমস্যা জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন।
