1. admin@nayaalo.com : Ashrafhabib :
  2. nayaalo.com@gmail.com : News Desk : News Desk
শুভ জন্মদিন সাংবাদিক তরুণ লেখক সোহানুর রহমান সোহান - Nayaalo
শিরোনাম
ভৈরবে বর্ণাঢ্য আনন্দ আয়োজনে নিরাপদ সড়ক চাই এর ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন ফরম কিনেছেন সাংবাদিক ও অভিনেতা শামীম আহমেদ। ভৈরব থানায় নবযোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। শুভ জন্মদিন সাংবাদিক তরুণ লেখক সোহানুর রহমান সোহান ভৈরবের বি.এন.পির ৫ শীর্ষ নেতা সিলেট থেকে গ্রেফতার!! ভৈরবে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন। ভৈরবে সাংবাদিক সহ বিএনপির পাঁচ নেতাকর্মী আটক,আগামীকাল হরতাল! ভৈরব-কুলিয়ারচর-৬ আসনের বি.এন.পির মো. শরীফুল আলম গ্রেফতার! আজ সাংবাদিক, মডেল ও অভিনেতা আশরাফুল আলম এর জন্মদিন। ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা।

শুভ জন্মদিন সাংবাদিক তরুণ লেখক সোহানুর রহমান সোহান

  • আপডেটের সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ৯ জন দেখেছেন

আশরাফুল আলম :

আজ ১০ই নভেম্বর ভৈরবের জনপ্রিয় তরুণ লেখক সোহানুর রহমান (সোহান) এর শুভ জন্ম দিন। তিনি ২০০০ ইং সালের আজকের এই দিনে কিশোরগঞ্জ জেলার ভৈরবের জমির উদ্দীন মুন্সির বাড়ীর সাংবাদিক ও রাজনীতিবিদ এম আর সোহেল ও রহিমা বেগম দম্পতির কোলজুড়ে একটি ঐতিহ্যবাহী পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ভৈরব আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু করে। তারপর ভৈরবের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারী কে.বি. পাইলট মডেল হাই স্কুল থেকে সুনামের সাথে এস. এস. সি পাশ করেন এবং ভৈরবের প্রাচীন বিদ্যাপীঠ হাজী আসমত সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পাশ করেন।

বতর্মানে তিনি বি.এস.এস রাষ্ট্র বিজ্ঞান বিভাগ অনার্সে হাজী আসমত সরকারি কলেজে অধ‍্যয়নরত। সোহানুর রহমান (সোহান) ভৈরবের একজন উদ্দীয়মান জনপ্রিয় তরুণ লেখক, সে যখন ক্লাস ফাইভে পরে তখন থেকে লেখা-লিখির জগতে তার আত্মপ্রকাশ ঘটে। বর্তমানে সুনামের সাথে তার লেখা কবিতা ও কলাম বিভিন্ন দৈনিক ও সপ্তাহিক পত্রিকা গুলোতে ভারত ও বাংলাদেশে প্রকাশিত হচ্ছে। ভৈরব উপজেলা ছাত্র লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক এবং সে হাজী আসমত সরকারি কলেজের ছাত্রলীগের মানবিক বিভাগের (ক্লাস কমিটির) সভাপতি ও দৈনিক গৃহকোণ পত্রিকার সহকারী সম্পাদক , জাতীয় দৈনিক ঢাকা প্রতিদিন ও জনপ্রিয় টিভি চ্যানেল বিজয় টিভির ভৈরব প্রতিনিধি, নাট্য শিল্পী এবং ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ,উপজেলা প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং ভৈরব বিশ্ব বিদ্যালয় ছাত্র সংসদ এর সাধারণ সদস্য । সোহানুর রহমান (সোহান) এর বাবা বাংলা টিভি ভৈরব-কুলিয়ারচর প্রতিনিধি ,পৌর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক এম.আর.সোহেল ও মাতা রহিমা বেগম এর একমাত্র ছেলে। তার দাদা ৩নং সেক্টরের গ্রুপ কমান্ড বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ছিদ্দিকুর রহমান (সেন)। এবং অতিরিক্ত উপ -মহাপরিদর্শক (ডিআইজি) আপেল মাহমুদ ও ইতালি প্রবাসী রুবেল মাহমুদ সেন এর আপন ভাতিজা তরুণ লেখক সোহানুর রহমান। আজ তার শুভ জন্ম দিন ২২ বছর পেরিয়ে এখন সে ২৩ তার পর্দাপন।আজ তার জন্ম দিনে গণমাধ্যমকে তিনি বলেন, আমি সর্ব প্রথম কৃতজ্ঞতা জানাই আমার জন্মদাতা পিতা -মাতাকে যাদের জন্য আমি এ পৃথিবীর মুখ দেখতে পেয়েছি। জন্ম দিনটা আনন্দের হলেও জন্ম দিন মানে জীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়া। এরপর তিনি আরো বলেন, আমি গর্বিত আমি একজন স্বাধীনদেশের নাগরিক এবং বাঙালী বলে। তার শুভ জন্মদিন উপলক্ষে সে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর...
© All rights reserved © 2022 নায়াআলো ডটকম
Developed By HM.SHAMSUDDIN