দোলন আক্তার সাধনা,স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ জেলা ভৈরব উপজেলা কালিকা প্রসাদ ইউনিয়ন,মিরারচর বড়বাড়ী গ্রামের হাজী মোঃসাইদুর রহমানের ছেলে সাংবাদিক আশরাফুল আলম কে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে জানা যায়।দাঙ্গাবাজ, লাঠিয়াল,পর ধনলোভী ও খারাপ প্রকৃতি লোকের অন্যায়ের বিরুদ্ধে অনলাইনে সংবাদ প্রকাশ করিলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন ভৈরবের কিছু সন্ত্রাসী,বখাটেদের টাকা পয়সার লোভ দেখিয়ে প্রলুব্ধ করেছে সাংবাদিক আশরাফুল আলম কে মেরে ফেলার জন্য।
সাংবাদিক আশরাফুল আলম জাতীয় দৈনিক আমাদের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ জেলা,সাধারন সম্পাদক ভৈরব অনলাইন নিউজ ক্লাব,রিপোর্টার্স ক্লাব ও ইউনিট এবং উপজেলা প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক,বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূনর্বাসণ সোসাইটি,কেন্দ্রীয় যুব কমান্ড কিশোরগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক, আইপি "শাপলা টিভি"র নির্বাহী সম্পাদক।
তিনি জানান অন্যায়ের বিরুদ্ধে লেখালেখির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি ও তার পরিবার।নিরাপত্তার কথা ভেবে তিনি নিকটস্থ থানায় একটি জিডি (সাধারণ ডায়েরী) করেছেন।