লিবিয়া থেকে ইতালী যাওয়ার পথে কেন্দ্রীয় যুব কমান্ড এর অর্থ বিষয়ক সম্পাদক ড্রলার ডুবে মৃত্যু!
জীবন জীবিকার টানে ইতালির পথে পাড়ি দেওয়া নতুন কিছু না।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় যুব কমান্ড এর কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মো.সাগর গত ১৯ জুলাই-২১ ইং লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ট্রলার ডুবে দীর্ঘক্ষন মৃত্যুর সাথে যুদ্ধ করে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুর দুইদিন পর ২২ জুলাই।২০২১ ইং তারিখে বিশ্বস্ত সূত্রে নিশ্চিত করেন তার পরিবার (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল বেপারী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক ও শাপলা টিভির সম্পাদক ও প্রকাশক মোঃ হাবিবুর রহমান,বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় কমিটি যুব কমান্ড, কিশোরগঞ্জ জেলা কমিঠির সভাপতি আশরাফুল আলম রুজেন,সাধারাণ সম্পাদক ও শাপলা টিভির নির্বাহী সম্পাদক আশরাফুল আলম সহ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মো.সাগর তার গ্রামের বাড়ি মাদারীপুর সে বাংলাদেশ থেকে দালালের খপ্পরে পরে অবৈধ পথে ইতালি যাওয়ার জন্য কিছুদিন পূর্বে লিভিয়া যায়। ইতালি পাড়ি জমাতেই ট্রলারে অধিক যাত্রী বহন করার কারনে ট্রলারটি সাগরে ডুবে যায় এবং অধিকাংশ যাত্রী মৃত্যুবরণ করেন এদের মধ্যে সাগর ও একজন। সাগরের গ্রামের বাড়িতে শোকের ছাঁয়া নেমে আসে।
আত্বীয় স্বজনদের দাবী সরকারের কাছে তার লাশটি যেন তার বাড়িতে ফিরিয়ে দেন এবং তদন্ত সাপেক্ষে এর সঠিক বিচার দাবি করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.