অমর ২১ই বইলেমা ২০২৩ ইতিমধ্যে জমে উঠেছে। ছুটির দিন ও সপ্তাহের অন্যান্য দিনে বই প্রেমিরা ভির জমাচ্ছে বই মেলাতে।
আর ভির করবেই বা না কেন। সকল প্রিয় নবিন ও প্রবিন লেখকদের বই ও তাদের দেখা যে পাওয়া যাচ্ছে একই প্রাঙ্গনে।
এবারের বইমেলা তে এসেছে জনাব র.আমিন এর নতুন বই “কবিতাদেবী”।
আমরা এবারের বই মেলা সম্পর্কে জনাব র. আমিন এর কাছে জানতে চাইলে , তিনি আমাদের বলেনঃ
গতকাল বইমেলায় এক আনন্দঘন সন্ধ্যা কাটল আমার। অনন্য প্রকাশন আমার লেখা রোমান্টিক উপন্যাস ‘কবিতাদেবী’ প্রকাশিত করলো, পরিবেশনায় নব সাহিত্য প্রকাশনী। উপন্যাসটি ৩০, ৩১ নাম্বার ষ্টলে পাওয়া যাচ্ছে।“