মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে কেন্দ্রীয় যুব কমান্ড।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পূনর্বাসণ সোসাইটি কেন্দ্রীয় যুব কমান্ড কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় যুব কমান্ড এর নিজস্ব কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর ২০২১,মঙ্গলবার দুপুর ২ টায়।
কেন্দ্রীয় যুব কমান্ড এর কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো.উজ্জল মিয়াজী এক আলোচনা সভা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য,দীর্ঘ ও শান্তিময় জীবন কামনা করে মোনাজাত করা হয়। পরে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মর্জিনা আক্তার বৃষ্টি সহ-সভাপতি কেন্দ্রীয় যুব কমান্ড,অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোঃহাবিবুর রহমান সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় যুব কমান্ড,এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব কমান্ডের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম,ঢাকা জেলা কেন্দ্রীয় যুব কমান্ড কমিটির সভাপতি মোঃরাজু আহমেদ,সহ-সভাপতি মোঃমনির হেসেন,আনিসুর রহমান মিঠু যুগ্ন সাধারণ সম্পাদক,আলমিন সরকার বিজয় সহ-সভাপতি ঢাকা দক্ষিন কেন্দ্রীয় যুব কমান্ড প্রমূখ।
Leave a Reply
You must be logged in to post a comment.