আশরাফুল আলম:
আজ ০৯ এপ্রিল ২০২২ শনিবার বন্দরনগরী ভৈরবের চন্ডিবের হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবার চত্বরে প্রতিবারের ন্যায় এবারও আন্তর্জাতিক সাহায্য সংস্থা কাতার চ্যারেটি’র অর্থায়নে ও নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস এর (ঘঙজজ) পরিচালনায় দেশের সর্ববৃহৎ মেয়েদের এতিমখানা হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবার ও জোবায়দা ওয়াজির শিশু সদনের (এতিমখানা) ৮০০শত জন এতিম ও বিধবা মাতাদের মাঝে বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী বিতরণের শুভ উদ্বোধন করেন ০৯ এপ্রিল ২০২২ শনিবার ভৈরব পৌরসভার সম্মানিত মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ, কাতার চ্যারেটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডাঃ আমিন হাফিজ উমর।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কাতার চ্যারেটির প্রজেক্ট ইনচার্জ মো.জসীম চৌধুরী, হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহমেদ আলী, রফিকুল ইসলাম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. শহীদুল্লাহ, বদরুজ্জামান বাদল, ১০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ মনির হোসেন, শিক্ষক গোলাম রব্বানী, হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের প্রধান সমন্বয়কারি মাহিন সিদ্দিকী, ভাইস-চেয়ারম্যান পাপিয়া সিদ্দিকী, ম্যানেজার মোজাহিদুল হক শুভ, প্রজেক্ট ম্যানেজার ইউসুফ আহমেদ গালিব, হিসাব রক্ষক মজিবুর রহমান, নাসরিন সিদ্দিকী, তুষার আহমেদ, ইকরাম বক্স, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরো অনেকে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু।
ইফতার সামগ্রীর মধ্যে প্রত্যেক এতিম পরিবারের মাঝে চাউল ২৫ কেজি, তৈল ৫ লিটার, খেজুর ১ কেজি, ছোলা ৩ কেজি, ডাল ৩ কেজি, চিনি ২ কেজি, লবণ ১ কেজি করে মোট ৪০ কেজির ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী বিতরণের পর মোনাজাত পরিচালনা করেন এতিম খানা মসজিদের খতিব মাওলানা মতিউর রহমান।
Leave a Reply
You must be logged in to post a comment.