পূর্ণিমা হোসাইন,স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ ভৈরব উপজেলা কালিকাপ্রসাদ ইউনিয়নে ৭ জুলাই রোজ বুধবার দুপুরে কর্মহীন অসহায় ৭ শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন কালিকা প্রসাদ ইউনিয়ন পরিষদ।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কালিকা প্রসাদ ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ ইউনিয়ন সভাপতি মোঃ ফারুক মিয়া।উক্ত ত্রাণ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাকসুদা রহমান রুনা,শাখা ব্যবস্থাপক পল্লী সঞ্চয় ব্যাংক, ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় এলাকার সম্মানীয় ব্যক্তিগন উপস্থিত থেকে উপহার সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেন।কালিকা প্রসাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের কর্মহীন ও দরিদ্র অসহায় ৭শ পরিবারের মাঝে উপহার সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়।উপহার সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পেয়ে কর্মহীন ও অসহায় মানুষ অনেক খুশি ও আনন্দিত হয়েছেন।এর মধ্যে জরুরী কলে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদেরকেও ত্রাণ দেওয়া হয়।
ত্রাণ বিতরনের পর এক উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উপহার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হল। এ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।
কালিকা প্রসাদ ইউপি চেয়ারম্যান মোঃফারুক মিয়া বলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল উপহার সামগ্রী স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে যারা ত্রাণ সামগ্রী পাওয়ার যোগ্য তাদেরকে দেখে দেখে নিশ্চিত করে অসহায় মানুষদের দেওয়া হচ্ছে। যারা লজ্জায় নিতে আসে নাই তাদের বাড়ীতে গিয়ে গিয়ে পৌছিয়ে ত্রাণ সামগ্রী উপহার দেওয়া হবে।প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ উপহার পর্যায়ক্রমে ধাপে ধাপে বিতরণ করা হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.