1. admin@nayaalo.com : Ashrafhabib :
  2. nayaalo.com@gmail.com : News Desk : News Desk
ভৈরব উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি- বার্ষিক সন্মেলন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত। - Nayaalo
শিরোনাম
ভৈরবে দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ভৈরবে মফস্বল সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন হালিম সভাপতি রাজু সম্পাদক সাংবাদিকরা কারো বন্ধু না!-আশরাফুল আলম ২৬ জনকে ফাঁসি দেওয়া জল্লাদ শাহজাহানের মুক্তি! নিসচা’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম‍্যান সৈয়দ এহসানুল হক কামালের মৃত্যুতে নিসচা ভৈরব শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত। মামুনুল হকের বিয়ে বৈধ ছিল,সাক্ষ্যতে ঝর্নার ছেলে আব্দুর রহমান। অনলাইন পল্লি মায়ের বিদ্যুৎ-আলী জামশেদ বাবা তোমায় মনে পড়ে-আলী জামশেদ বাংলাদেশের প্রথম ধনী ব্যক্তি শিল্পপতি জহুরুল ইসলাম। রেনেসাঁ অভিনয় শিল্পী সংঘের সভাপতি শামসুল হক বাদল ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম।

ভৈরব উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি- বার্ষিক সন্মেলন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত।

  • আপডেটের সময় : রবিবার, ২২ মে, ২০২২
  • ১৬২ জন দেখেছেন

আশরাফুল আলম:
ভৈরব বন্দরনগরী ভৈরব উপজেলা বিএনপি ও পৌর বিএনপি শাখার দ্বি- বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ৬ বছর পর শনিবার (২১ মে) বিকেলে স্থানীয় পৌর জিল্লুর রহমান মিলনায়তনে এই সন্মেলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম।সন্মেলনে উপজেলা বিএনপির সভাপতি পদে( বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক) মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে ( বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব) মোঃ আরিফুল ইসলাম আরিফ এবং পৌর কমিটির সভাপতি পদে ( বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক) হাজী শাহিন ও সাধারণ সম্পাদক পদে ( বর্তমান আহবায়ক কমিটির সদস্য সচিব) মোঃ মজিবুর রহমানকে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষনা করা হয়। সন্মেলন অনুষ্ঠানে দুই কমিটির চার পদে তাদের বিরুদ্ধে কোন প্রার্থী না থাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম তাদের নাম ঘোষনা করেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা হাততালি দিয়ে নতুন নেতাদেরকে অভিনন্দন জানান।জানা গেছে, এর আগে ২০১৫ সালের আগষ্ট মাসে ভৈরব উপজেলা বিএনপির সন্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এরপর গত বছর ২০২১ সালের ২১ সেপ্টেম্বর উপজেলা কমিটি ভেঙ্গে দিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। দুটি আহবায়ক কমিটি বাতিল করে উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়েছে। পুর্নাঙ্গ কমিটি একমাসের মধ্য ঘোষনা করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক এড, শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিএনপি সরকারের সংসদ সদস্য লায়লা বেগম, বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল, মোঃ মাজহারুল ইসলাম। এছাড়া স্হানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী সন্মেলনে উপস্থিত ছিলেন। সন্মেলন অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র‍্যালীর পর পতাকা উত্তোলন, শোক প্রস্তাব পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অতিথিগনসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সন্ধ্যায় অনুষ্ঠানের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সন্মেলনের সমাপ্তি ঘোষনা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর...
© All rights reserved © 2022 নায়াআলো ডটকম
Developed By HM.SHAMSUDDIN