কিশোরগঞ্জ ভৈরব উপজেলার
কালিকা প্রসাদ,শিবপুর ও শিমুলকান্দি ইউপিতে দায়িত্ব রয়েছে প্রলয় কুমার সাহা,উপজেলা নির্বাচন অফিসার,ভৈরব। আগানগর ও শ্রীনগর ইউপির দায়িত্বে রয়েছে, মোঃ আবদুল হালিম রানা, উপজেলা শিক্ষা অফিসার, ভৈরব। গজারিয়া ও সাদেকপুর ইউপির দায়িত্বে রয়েছে, মোহাম্মদ মাকসুদুর রহমান, উপজেলা পরিসংখ্যান অফিসার, ভৈরব।প্রার্থীগন যারা মনোনয়নপত্র ক্রয় এবং জমা দিতে আগ্রহী তারা সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
আগামী ২৩ ডিসেম্বর -২০২১ ইং তারিখে ভৈরব উপজেলার ৭ টি নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সাত ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৯৫৬ জন ( পুরুষ ও মহিলা)। তার মধ্যে আগানগর-২২৯৭৪ জন( কেন্দ্র -১১টি),গজারিয়া -২১১৬০জন (কেন্দ্র-৯টি),কালিকা প্রসাদ – ২৪৭৭৫জন (কেন্দ্র ১০ টি),সাদেকপুর -১১৭৬৮ ( কেন্দ্র – ৯টি),শিবপুর-১৯১৮০ (কেন্দ্র -১০ টি), শিমুলকান্দি-২৩২৬০ জন(কেন্দ্র- ১১ টি),শ্রীনগর-১৫৮৩৯জন ( কেন্দ্র -১০টি)ভোট।ভৈরবের ৭ ইউনিয়নে কেন্দ্রের সংখ্যা ৭০ টি। চলতি নভেম্বর মাসের ২৫ তারিখ মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ।
সূত্র:উপজেলা নির্বাচন অফিস, ভৈরব।
কালেক্ট:সাংবাদিক আসাদুজ্জামান ফারুক, দৈনিক যুগান্তর, ভৈরব প্রতিনিধি
Leave a Reply
You must be logged in to post a comment.