ভৈরব ৫নং কালিকা প্রসাদ ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃলিটন মিয়া জামিনে মুক্তি।
অফিস ডেস্ক:
কিশোরগঞ্জ জেলার
ভৈরব উপজেলার ৫নং কালিকা প্রসাদ ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃলিটন মিয়া গত ৮ সকাল ১২ ঘটিকায় কিশোরগঞ্জে শপথ গ্রহনের পর ডিবি পুলিশ দ্বারা গ্রেফতার হয়েছিল।আজ বৃহস্পতিবার ১০ ফেব্রুয়ারি সকালে জামিনে মুক্তি পেয়েছেন বলে জানা যায়।গত বছরের ২৬ ডিসেম্বর ভৈরবে ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐদিন কালিকাপ্রসাদ ইউনিয়নের খাসহাওলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের ওপর হামলা ও গুলির অভিযোগে পুলিশ বাদী হয়ে চেয়ারম্যান মো.লিটন মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার প্রধান আসামী মো.লিটন মিয়াসহ আরো অজ্ঞাতানামা ৫০ জন আসামীকে কেন্দ্রে ঢুকতে বাঁধা প্রধান করিলে আসামীগন পুলিশকে লক্ষ করিয়া আমাদের উপর অতর্কিত আক্রমন করে, আমার সঙ্গীয় কং/১০২ এসএম সেলিম এর পরিহিত পোশাকে টানা হেছড়া করিয়ে ছিড়িয়ে পেলে এবং এলোপাথাড়ি মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জহম করে।এক পর্যায়ে আসামীগন আমার সঙ্গীয় কং/১০২ এসএম সেলিম এর নামে ইস্যুকৃত চায়না রাইফেলটি জোরপূর্বক ছিনিয়া নেওয়ার চেষ্টা করে।উক্ত ঘটনায় এলাকায় আতংকিত ছড়াইয়া পরিলে ভোটারগন দৌড়াইয়া কেন্দ্র হইতে চলিয়া যায়।উক্ত আসামীগন ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করিয়া প্রতিকী ভোট দেওয়ার সিল এবং ব্যালট পেপার ছিনিয়া নেয়ার চেষ্টা করে।মামলার পর পলাতক ছিলেন মো.লিটন মিয়া।পরে নবনির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ নিতে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। শপথ নেওয়ার পর কার্যালয় থেকে বের হলে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেন।
কিশোরগঞ্জের ডিবি পুলিশের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, ভৈরবে ইউপি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে সংঘর্ষ হয়। এদিন জনতা পুলিশের ওপর আক্রমণ করে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় চেয়ারম্যান লিটন মিয়াকে আসামী করা হয়। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেফতার করা হয়েছিল।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.গোলাম মোস্তফা বলেন, লিটন মিয়াকে গত ৮ ফেব্রুয়ারি গ্রেফতারের পর আজ সকালে জামিনে মুক্তি হয়েছে বলে জানতে পারলাম।
Leave a Reply
You must be logged in to post a comment.