আশরাফুল আলম:
কিশোরগঞ্জ ভৈরব উপজেলার ভৈরব সার্ভিস সেল অফিসের স্বদেশ ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড ইসলামী স্মার্ট ডিভিশন, ভৈরব সার্ভিস সেল অফিস কর্তৃক আয়েজিত ৮ জানুয়ারি-২২ইং রোজ শনিবার সকাল ১১ স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে কোঃলিঃ ভৈরব সার্ভিস সেল অফিসে মৃত গ্রাহক হমিদুল্লার স্ত্রী শামীমা বেগমের হাতে ১ লক্ষ ৫০ হাজার টাকার চেক তুলে দেন প্রধান অতিথি বীমা উন্নয়নও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব) মোঃশাহ আলম।
উক্ত অনুষ্ঠানের সভাপতি শিল্পী আক্তার বিভাগীয় প্রধান, স্বদেশ লাইফ ইন্সুরেন্স কোঃলিঃ।
“মুজিব বর্ষের অঙ্গীকার বীমা হবে সবার”জীবনের সাথে জীবনের পরে এ স্লোগানকে সামনে রেখে স্বদেশ লাইফ ইন্সুরেন্স এর পথ চলা।উপস্থিত ছিলেন প্রধান আলোচক মোঃইফতিয়ার উদ্দিন শাহীন মূখ্য নির্বাহী কর্মকর্তা,বিশেষ অতিথি মোঃএ.বি.এম মহি উদ্দিন (বাবুল)অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক,মোঃআবু মাহমুদ কর্মকর্তা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, তানজিদ-উল-ইসলাম জুনিয়র কর্মকর্তা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।এছাড়াও বিভিন্ন জেলা থেকে স্বদেশ লাইফ ইন্সুরেন্স এর সম্মানিতকর্মী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.