ইমন মাহমুদ লিটন
ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধি।
কিশোরগঞ্জের ভৈরবে সম্পূর্ন শীতাত পনিয়ন্ত্রিত এক্সপার্ট মেয়েদের দ্বারা পরিচালিত রমণীর রঙ মেকওভার বুটিকস এন্ড টেইলার্সে শুভ উদ্বোধন করেন পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু।
গতকাল বৃহস্পতিবার (৩ই জুন ) বিকালে সাড়ে পাঁচটায় ভৈরব পৌর শহরে চন্ডিবের খান বাড়ী ফেরীঘাট রোডে মিলাদ ও দোয়া শেষে ফিতা ও কেক কেটে রমণীর রঙ মেকওভার বুটিকস এন্ড টেইলার্সে শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভৈরব উপজেলার আওয়ামীলীগের সহ সভাপতি হাজী সেলিম খান,সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, যুবলীগের সাবেক সভাপতি ওমর ফারুক,পৌর ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী,এন টিভি সাংবাদিক মোস্তাফিজ আমিন, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোঃ শহীদুল্লাহ্,হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা অভিনেতা সাইদুর রহমান বাবলু,রমণীর রঙ মেকওভার বুটিকস এন্ড টেইলার্সে প্রোঃ শোভা খানম, বার খান, দূরজয় ভৈরব উদ্যোক্তা ফোরামের আজিজুল হক কাকন,ভৈরবে শাইন ল্যাব আইটি ইন্সটিটিউটের প্রোঃ সোহাগ মিয়া,গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উদ্যোক্তা বৃন্দ প্রমুখ।
রমণীর রঙ মেকওভার বুটিকস এন্ড টেইলার্সে প্রোঃ শোভা খানম বলেন আমার এই প্রতিষ্ঠান শুধু মাত্র মহিলাদের জন্য প্রজেয্য এখানে আপনারা যেকোনো মেয়ের বিয়ের পূনাঙ্গ সাজ, চুল কাটা, মেহেদি পড়ানো, ফেসিয়াল,মেনিকিউর পেডিকিউর পার্টি সাজ, এছারাও এখানে বিউটি সার্ভিসে বিভিন্ন পেকেজের ব্যবস্থাও আছে, স্টুডেন্টদের জন্যেও পেকেজ সার্ভিস আছে।
Leave a Reply
You must be logged in to post a comment.