শাহ আলম বিশেষ প্রতিনিধি:
বিশ্বরক্ত দাতা দিবস ও ব্লাড ফর ভৈরবের ৭ হাজার রক্তদাতা সদস্য পূর্ণ হওয়ায় র্যালী, আলোচনা সভা ও অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
রক্ত সৈনিক, ব্লাড ফর ভৈরব স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে মঙ্গলবার ১৪ জুন বেলা ১২ টার দিকে শহরের কমলপুর নিউ টাউন এলাকা থেকে একটি র্যালী বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দূর্জয় মোড়ে হয়ে ভৈরব উপজেলার সামনে গিয়ে শেষ হয়। পরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কেক কাটেন এবং ৩০টি অসহায় বেদে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।
এ সময় রক্ত সৈনিকের প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল হক বাদল ও নজরুল ইসলাম, ব্লাড ফর ভৈরব এর সভাপতি কায়সার হৃদয় বলেন। অসহায়,অসুস্থ্য ও গরীব মানুষের রক্তের প্রয়োজনে ,রক্ত দিয়ে জীবন বাচাঁতে সবাই যেন বিনয়ের সহিত এগিয়ে আসেব,মানুষের কল্যাণে কাজ করেন।
অপরদিকে ব্লাড এসোসিয়েশন অব ভৈরবের আয়োজনে ১৪টি রক্ত সংগঠেনর সদস্যরা শহরের নিউটাউন মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করেন। র্যালীটি দুর্জয় মোড় হয়ে পৌর শহীদ মিনারে গিয়ে শেষ হয় এবং সংক্ষিপ্ত সভা করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.