মোঃ ছাবির উদ্দিন রাজু, স্টাফ রিপোর্টার:
দীর্ঘ ৭৪ বছর পর বন্ধর নগরী ভৈরবের প্রাচীনতম বিদ্যাপীঠ হাজী আসমত কলেজ সরকারিকরণের অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরন করা হয়েছে ।
আজ বৃহস্পতিবার দুপুরে হাজী আসমত কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে একটি আনন্দ র্যালি কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । পরে শির্ক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় ।
জানাযায় ,স্বাধীনতার পর থেকে কলেজটি সরকারিকরণের জন্য ভৈরববাসি দাবি জানিয়ে আসছিলো।কিন্তু কোন সরকারের আমলেই দাবিটি বাস্তবায়ন হয়নি । ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান আলাদা হওয়ার পর পরই ভৈরবের পলতাকান্দা ( চন্ডিবের গ্রামের বিশিষ্ট দানবীর ও শিক্ষানুরাগী হাজী আসমত আলীর নামে কলেজটি ভৈরব বাজার কে,বি পাইলট হাইস্কুলের পাশে কলেজটি প্রতিষ্ঠিত হয় । তৎকালীন সময়ে কিশোরগঞ্জ,নরসিংদী,বি-বাড়ীয়াসহ বিভিন্ন জেলার একমাত্র বিদ্যাপীঠ ছিল এ কলেজটি । ওই সময় কলকাতা বিশ্ব-বিদ্যালয়ের অধীনে এ কলেজটি অধিভুক্ত ছিল । শিক্ষা বিস্তারে তৎকালীন সময়ে বাংলাদেশে যে কয়েকটি হাতে গোনা বিদ্যাপীঠ ছিল ।তন্মধ্যে এ কলেজটি ছিল অন্যতম । এ কলেজ থেকে বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মো.আব্দুল হামিদ ও এ প্রতিষ্ঠানে পড়া-লেখা করেছেন । পরে ১৯৯৪ ইং সালে ভৈরব বাজার থেকে কলেজটি ভৈরবপুর উঃপাড়ায় শম্ভুপর সংলগ্ন ৪২বিঘা জমিতে স্থানান্তরিত করা হয় । বর্তমানে কলেজে ৩১ জন এমপিও ভুক্ত শিক্ষকসহ প্রায় ৪৭ জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন ।
কলেজটি সরকারিকরণের জন্য ভৈরববাসির দাবির প্রেক্ষিতে স্থানীয় সাংসদ ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ঐকান্তিক প্রচেষ্টায় গত ২২ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভৈরব হাজী আসমত কলেজকে সরকারি করণের অনুমোদন দিয়েছে । এ সংক্রান্ত একটি আদেশ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ও পরিচালক-৭ (প্রতিকল্প ) মোহাম্মদ রফিকুল আলম এবং স্থানীয় সাংসদ নাজমুল হাসান পাপন ,কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি,অধ্যক্ষ ও প্রধান মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ( মহাপরিচালক-২ ) এর বরাবরে অনুলিপি প্রদান করা হয়েছে ।
এ বিষয়ে ভৈরব উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.সায়দুল্লাহ মিয়া জানান, মাননীয় এম.পি (সাংসদ) নাজমুল হাসান পাপনের ঐকান্তিক প্রচেষ্টায় করোনাকালে ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্পেশাল ভাবে কলেজটিকে সরকারিকরণের অনুমোদন দেওয়ায় ভৈরববাসির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই । কলেজটি সরকারিকরণের জন্য ভৈরববাসির দীর্ঘদিনের দাবী পূরণ হতে চলেছে । কলেজটি সরকারিকরণে অত্র এলাকার ছেলে-মেয়েরা শিক্ষাক্ষেত্রে আরো একধাপ এগিয়ে যাবে এ বিষয়ে ভৈরব হাজী আসমত কলেজের প্রতিষ্ঠাতা হাজী আসম আলীর উত্তরাধিকার পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেণু জানান,কলেজটি সরকারি করণে দীর্ঘদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি । স্থানীয় সাংসদ নাজমুল হাসান পাপনের ঐকান্তিক প্রচেষ্টায় মাননীয় প্রধান মন্ত্রী কলেজটি সরকারিকরণে অনুমোদন দিয়েছেন।এখন তাড়াতাড়ি এর বাস্তবায়ন চাই।সরকারিকরণের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী ও সাংসদ নাজমুল হাসান পাপন কে ভৈরববাসির পক্ষ থেকে ধন্যবাদ জানাই ।
কলেজের উপাধ্যক্ষ ও অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রউফ জানান, কলেজটি সরকারিকরণের জন্য দীর্ঘদিন ধরে ভৈরববাসি দাবী জানিয়ে আসছিলেন । কিন্তু কলেজটি প্রতিষ্ঠার পর দীর্ঘ ৭৪ বছর পর আওয়ামীলীগ সরকারের আমলে দেশরত্ন মাননীয় প্রধান মন্ত্রী শেখহাসিনা সরকারিকরণের অনুমোদন দেওয়ায় শিক্ষা বিস্তারে অত্র এলাকার মানুষ আরো একধাপ এগিয়ে যাবে । কিন্তু সরকারিকরণ যেন তাড়াতাড়ি বাস্তাবায়ন হয় সে দাবি জানান তিনি ।তাছাড়া কলেজে সরকারি করণের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আবাসিক ভবন নির্মাণ, আইসিটি ভবনের জন্য প্রয়োজনীয় কম্পিউটার ও সরজ্ঞাম,শিক্ষার্থীদের যাতায়াতে যানবাহনের ( বাস) দেওয়ার দাবি ও জানান ।
এ বিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি লুবনা ফারজানা জানান,কলেজটি সরকারিকরণের জন্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন । এ সংক্রান্ত একটি চিঠি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পেয়েছি।
Leave a Reply
You must be logged in to post a comment.