অনলাইন ডেস্ক:
ভৈরবে ৫ কেজি গাঁজাসহ আব্দুল মতিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ ২৪ জুন বৃহস্পতিবার ভৈরব পৌর শহরের শম্ভুপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গাঁজাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী আব্দুল মতিন উপজেলার গোছামারা গ্রামের মৃত বাবুল মিয়া’র ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই ওসমান গনি এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এই অভিযানে অংশ নেন।
সূত্রে জানা যায়, আটককৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বৃহস্পতিবার (২৪ জুন) পৌর শহরের শম্ভুপুর এলাকায় অভিযান চালায়। এই সময় আব্দুল মতিন কে ৫ কেজি গাঁজাসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ঘটনায় মাদক ব্যবসায়ী আব্দুল মতিন কে আসামি করে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংগ্রহ:সাংবাদিক আফসার হোসেন তূর্জা
Leave a Reply
You must be logged in to post a comment.