রিপোর্ট,মোঃ নাঈম মিয়াঃ
কিশোরগঞ্জের ভৈরবে জরায়ু-মুখ ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ (০৮ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ সুফিয়া খাতুন, বিভাগীয় প্রধান গাইনী বিভাগ, রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ ও সভাপতি,ওজিএসবি, কিশোরগঞ্জ জেলা শাখা।
বিশেষ অতিথি: ডাঃ বুলবুল আহম্মদ, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ভৈরব, কিশোরগঞ্জ ডাঃ মোঃ মিজানুর রহমান কবির, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ভৈরব উপজেলা আওয়ামীলীগ ও সাধারণ সম্পাদক, ডক্টরস্ ক্লাব অব ভৈরব। বিশেষ বক্তা: ডাঃ ফাহিমা সুলতানা জাাাকিয়া, রেজিস্টার, রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, এম.এম মোহিত, প্রধান শিক্ষক, ভৈরব পৌর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
এর আগে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন স্বাহ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উপজেলা স্বাহ্য কমপ্লেক্স
এর আয়োজনে সম্পূর্ণ বিনামূল্যে জরয়ু মুখ ও স্তন ক্যান্সার পরীক্ষার বিশেষ ক্যােম্পইন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিটা কেটে ক্যােম্পইন এর উদ্বোধন করেন অধ্যাপক ডাঃ সুফিয়া খাতুন, বিভাগীয় প্রধান গাইনী বিভাগ, রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জ।এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সাইদুর রহমান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, লিটন মিয়া চেয়ারম্যান কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদ এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।