আশরাফুল আলম:
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় কেক কেটে উদ্বোধন করা হয়েছে সুমাইয়াস মেকওভার বিউটি সেলুনের। সূচনা পর্বটি হয়েছে ভৈরবের প্রথম মহিলা সাংবাদিক মাছরাঙ্গা টেলিভিশন এর ভৈরব প্রতিনিধি ওয়াহিদা আমিন পলির হাত দিয়ে। সুমাইয়া আলম মিম গত ২ বছর ধরে বাসায় থেকে কাজ করছেন মেয়েদের সুন্দর করে তোলার কাজ নিয়ে । উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারীদের ফেসবুক ভিত্তিক সংগঠন সাইনিং স্টারের নওশিন ফেরদৌস, সিসষ্টার হুড নারী উদ্যোক্তা মহিমা আফরোজ তাজরি রহমান, সাবিকুন্নাহার , তনিমা প্রমুখ। সংশ্লিষ্টদের ব্যবসায়ীক সাফল্য কামনা করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি।জিনাত জাহান রানীর বানানো কেকটি কেটে উদ্বোধন পর্বের সূচনা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.