আশরাফুল আলম:
বন্দরনগরী ভৈরবে হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ২০২১ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ১০ নভেম্বর বুধবার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়।ভৈরব পৌরসভার ১০নং ওয়ার্ডের চন্ডিবের দক্ষিণ পাড়া মেহের মমতাজ মিলনায়তনে। প্রতিষ্ঠানের সভাপতি ও ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব জুলহাজ হোসেন সৌরভ, বিশেষ অতিথি অধ্যক্ষ আহমেদ আলী
কিশোরগঞ্জ জেলা ওয়াকফ্ কর্মকর্তা জোবায়ের হোসেন,সাবেক বিমান কর্মকর্তা মো. নুরুজ্জামান,শাখাওয়াত হোসেন বাবুল, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মনির হোসেন, সাবেক কাউন্সিলর ও প্রতিষ্ঠানের দাতা সদস্য মাহিন সিদ্দিকী, প্রধান শিক্ষক গোলাম রাব্বানী,সহকারি শিক্ষক একেএম কামরুজ্জামান খান।
অন্যানদের মধ্যে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, ভৈরবের বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদাতা,শিক্ষার্থী আতিকা, জান্নাত,অনামিকাসহ আরো অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস ( নর), ভৈরব আইডিয়েল কলেজ,বলাকা ফটোস্ট্যাট ও রোকেয়া সাঈদ স্মৃতি ফাউন্ডেশনের সৌজন্যে পরীক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সবশেষে শিক্ষক মিজানুর রহমানের দোয়া পরিচালনা শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সার্বিক পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন মোঃ সাইদুর রহমান বাবলু।
Leave a Reply
You must be logged in to post a comment.