আশরাফুল আলম:
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা প্রায় ২ বছর ভৈরবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।বদলীজনিত কারণে উনাকে বিদায় সংবর্ধনা ও ক্রেস্ট দিয়ে সম্মানিত করেছেন ভৈরবের প্রায় অর্ধশত সংগঠন।
নবাগত (ইউএনও) হিসেবে যোগদান করছেন মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের দুলারামপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের জন্য ২৬ অক্টোবর রোজ মঙ্গলবার তিনি ভৈরবে এসেছেন।
মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ প্রথমে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
পরে ঢাকা বিভাগীয় প্রধান তথ্য কমিশনার এর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তিতে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নরসিংদী জেলার রায়পুর উপজেলায় যোগদান করেন।
এছাড়াও তিনি ঢাকা পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন।
Leave a Reply
You must be logged in to post a comment.