ভৈরবে আল-শেফা জেনারেল হাসপাতালে অদক্ষ ব্যক্তির দ্বারা ভুল ইনজেকশনে ১৫ দিনের শিশুর মৃত্যু,থানায় অভিযোগ।
কিশোরগঞ্জের ভৈরবে আল-শেফা জেনারেল হাসপাতালে ভুল ইনজেকশনের কারণে আমির হামজা নামে ১৫দিনের শিশু মৃত্যুর অভিযোগ এ ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন শিশুটির বাবা। শিশুটি নরসিংদী রায়পুরা উপজেলা বেগবাদ ঝাউকান্দি গ্রামের রুমার মিদ্দার ছেলে।
গত ১৯ মে মোঃ রুমার মিদ্দার স্ত্রী জুলেখা আখতার ইমা’র আল-শেফা জেনারেল হাসপাতালে সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম হয়। পরে বাচ্চা এবং মা দুজনেই সুস্থ্য থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে রিলিজ করার পর বাড়িতে চলে যায়।
শিশুটির বাবা রুমার মিদ্দার বলেন পরবর্তীতে গত ২৯ মে ঠান্ডা জনিত কারণে চিকিৎসা নেওয়ার জন্য পুণরায় আল-শেফা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। গতকাল ৩জুন পর্যন্ত বাচ্চা সুস্থ্য ছিল,রিলিজ করার পর বিল পরিশোধ করা শেষে চলে যাওয়ার পূর্ব মুহূর্তে একটি ইনজেকশন পুশ করেন নব চন্দ্র বর্মণ নামে হাসপাতালের একজন স্টাফ।ইনজেকশন পুশ করার সাথে সাথেই বাচ্চাটি মৃত্যুর কোলে ঢলে পরেন!বিশ্বস্ত সূত্রে জানতে পারি নব চন্দ্র বর্মণ এর চিকিৎসা দেওয়ার মতো কোন ডিপ্লোমা সার্টিফিকেট নেই।
Leave a Reply
You must be logged in to post a comment.