1. admin@nayaalo.com : Ashrafhabib :
  2. nayaalo.com@gmail.com : News Desk : News Desk
ভৈরবের পঞ্চবটিতে চলছে মাদকের রমরমা বাণিজ্য! - Nayaalo
শিরোনাম
ভৈরবে দুই মাসব্যাপী ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ভৈরবে মফস্বল সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন হালিম সভাপতি রাজু সম্পাদক সাংবাদিকরা কারো বন্ধু না!-আশরাফুল আলম ২৬ জনকে ফাঁসি দেওয়া জল্লাদ শাহজাহানের মুক্তি! নিসচা’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম‍্যান সৈয়দ এহসানুল হক কামালের মৃত্যুতে নিসচা ভৈরব শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত। মামুনুল হকের বিয়ে বৈধ ছিল,সাক্ষ্যতে ঝর্নার ছেলে আব্দুর রহমান। অনলাইন পল্লি মায়ের বিদ্যুৎ-আলী জামশেদ বাবা তোমায় মনে পড়ে-আলী জামশেদ বাংলাদেশের প্রথম ধনী ব্যক্তি শিল্পপতি জহুরুল ইসলাম। রেনেসাঁ অভিনয় শিল্পী সংঘের সভাপতি শামসুল হক বাদল ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম।

ভৈরবের পঞ্চবটিতে চলছে মাদকের রমরমা বাণিজ্য!

  • আপডেটের সময় : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ১৪৬ জন দেখেছেন

অনলাইন ডেস্ক:
ভৈরব পৌর এলাকার পঞ্চবটির, পকুর পাড়,নতুন রাস্তা, বউ বাজার এলাকায় প্রকাশ্যে গাঁজা, ফেনসিডিল, ইয়াবার রমরমা বানিজ্য চলছে দীর্ঘ দিন যাবৎ।
যে সকল মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে মাদক বেচাকেনা করছে তাদের মধ্যে সোর্স কাশেম হত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামী পুকুর পাড়ের মাইগ্যা আলম,পুলিশের উপর হামলা মামলার আসামী সোর্স সানু, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ভৈরব সার্কেলে অগ্নি সংযোগ মামলার চার্জশিট ভুক্ত আসামী ঝঝ মিয়ার ছেলে জীবন, তার ছোট ভাই রিপন, স্বপন ওরফে ঝিরা স্বপন, পঞ্চ বটি এলাকার কুখ্যাত মহিলা মাদক কারবারি সূমি, এলাকাবাসী জানাই সুমির বিরুদ্ধে ভৈরব, বি-বাড়িয়ার, আখাউড়া সহ দেশের বিভিন্ন থানায় প্রায় ৩০ টি মাদকের মামলা রয়েছে।পুলিশের ক্রস ফায়ারে নিহত হেলিমের বড় ভাই পুকুর পাড়ের শাহীন,সোর্স ওসমান ও ওসমানের স্ত্রী আখিঁ,বউ বাজার এলাকার জয়নাল হাজী ওরফে ছাগলইল্যা হাজীর ছেলে রাজন,ছোট পুকুর পাড় এলাকার তোফাজ্জলের স্ত্রী পারভীন,পঞ্চবটী নতুন রাস্তা মসজিদ সংলগ্ন এলাকার কিসমতের ছেলে বাবুল,লতিফা ওরফে সোর্স লতিফা,পুকুর পাড় এলাকার এক কথিত সাংবাদিকদের মেয়ে রত্মা ও তার মেয়ের জামাই আলামিন,জনাব আলী স্কুলের পিছনের বাড়ীর চায়না, সহিদ মিয়ার ছেলে আমান,পুকুর পাড়ের সললা বাইজ্যার বাড়ীর আলামিন, পুকুর পাড়ের সাদ্দাম, ফাতি, বিলিবিলি,সুমন, নূর আলম, ধন মিয়া,জালাল,বিলকিস, স্বপ্না,দানা মিয়া,ফাতি,রাবিয়া বেগম । পঞ্চবটী বউ বাজার এলাকার হুসেন মিয়ার বাড়ীর পাশে বিক্রি হচ্ছে মাদক।
উল্লেখিত মাদক ব্যাবসায়ীরা সীমান্ত এলাকা থেকে গাঁজা,ফেনসিডিল, ইয়াবা এনে উল্লেখিত এলাকায় অবাধে মাদকসেবিদের কাছেবিক্রি করা সহ রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন মাদকের স্পষ্ট গুলোতে পাচার করছে।
সূত্র জানায় উল্লেখিত মাদকের স্পট গুলোতে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান সহ আইন শৃংখলা বাহিনীর কঠোর নজরদারি না থাকায় মাদক ব্যবসায়ীরা নির্বিঘ্নে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
গোপন সূত্রে প্রকাশ চিহ্নিত মাদক ব্যাবসায়ী, স্বপন, রাজন রিপন, ওসমান সহ অধিকাংশ মাদক ব্যাবসায়ী ক্ষমতাসীন দলের লেভেল লাগিয়ে অবাধে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, ফলে ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলেনা।
সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উল্লেখিত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর...
© All rights reserved © 2022 নায়াআলো ডটকম
Developed By HM.SHAMSUDDIN