আশরাফুল আলম:
কিশোরগঞ্জ ভৈরব মেঘনা ত্রিসেতুর নিচে নৌযান নোঙ্গর করে পন্য আনলোড করায়,রেলসেতু হুমকির মূখে।সেতুর ২০০ মিটারের ভিতরে জাহাজ,বড় নৌকা,কার্গো নোঙ্গর করার নিষেধাজ্ঞা থাকলেও ভৈরব মেঘনা নদীর উপর নির্মিত শহীদ আব্দুল হালিম সেতু ও প্রয়াত রাষ্ট্রপতি মো.জিল্লুর রহমান রেল সেতুর মাঝখানে পিলারের সাথে লাগিয়ে খালাস করা হচ্ছে কয়লা।
ফলে সরকারের এ গুরুত্বপূর্ণ স্থাপনা(কে পি আই) ক্ষতিসাধন সহ হুমকির মূখে রয়েছে।
ভৈরব পুরাতন মেঘনা ফেরীঘাট এলাকায় কয়লা ব্যবসা কেন্দ্র গড়ে উঠায়, প্রতি বছর শুকনো মৌসুমে কয়লা আমদানি কারকগন জাহাজে করে কয়লা আমদানী করে।সরকারি ভাবে জাহাজ থেকে কয়লা খালাস করার জেটি নির্মাণ করে দেয়া হলেও প্রভাবশালী ব্যাবসায়ীগন নিজেদের ইচ্ছে মত রেল সেতুর পিলারের সাথে জাহাজ নোঙ্গর করে কয়লা খালাস করে,যা রেলসেতুর জন্য মারাত্মক হুমকি স্বরুপ।
এ বিষয়ে রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলমের বক্তব্য জানতে চাইলে তিনি আইনগত পদক্ষেপ নিবেন বলে প্রতিবেদক কে জানান।
ভৈরব নৌ-পুলিশ থানার এসআই রাসেল বলেন এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.