নিজস্ব প্রতিবেদক।
শ্রীনদী বাজার, মাদারীপুর সদরের প্রবাসী পরিবার জসীম বেপারীর পরিবারের উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে, দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে জসীম বেপারীর স্ত্রী, সন্তানদের উপর হামলা করা হয়েছে, খবর নিয়ে জানা যায় পূর্ব জমি সংক্রান্ত বিরোধের জের ধরে, আগামী ২৭ ই মে ঢাকায় একটি আলোচনা সভার টাকা পয়সা উত্তোলন করায় তারা বিশ্বস্থসূত্রে জানতে পেরে টাকা পয়সা লোটপাট করতে এই অতর্কিত হামলা চালায়, হামলায় ৩/৪ জন আহত হয়। আহতদের দায়িত্ত্বরত থানা থেকে পুলিশ এসে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়, এবং তাদের উপর হামলাকারী সন্ত্রাসী বাহিনী
১. আলেম বেপারী, ২. আবুল বেপারী, ৩. বাবু বেপারী, ৪. কালাম বেপারী, ৫. রহিম বেপারী, ৬. কুন্নী বেপারী ও তাদের সন্তান সহ সকলের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা চলমান। জসিম বেপারীর বাড়িতে হামলা করে ঘরবাড়ি ভাংচুর করে নগদ ১৪ লক্ষ টাকা, আনুমানিক ১০ ভরি স্বর্ণালঙ্কার এবং দুইটি মোবাইল নিয়ে যায়। জসিম বেপারী সহ ৩/৪ জন বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।মামলার ঘটনা তদন্ত করে অতিশীঘ্রই আইনের আওতায় নিয়ে আসার জন্য স্থানীয় প্রশাসন সহ সকলের প্রতি উদাত্ত্ব আহবান জানান ঢাকায় সম্মেলন প্রস্তুতি কমিটির সকল নেতৃবৃন্দ।
Leave a Reply
You must be logged in to post a comment.