মোঃআলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি:
৪ নভেম্বর বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্র দৈনিক প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে ৩ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলো ভৈরব বন্ধুসভা তাদের নিজস্ব কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে ১২ জন মরনোত্তর চক্ষুদানকারী এবং ১২ জন ৪০ বার রক্তদানকারীকে সংবর্ধিত করা হয়।
মোট ২৪ জন মানবিক দূতকে উত্তরীয় পরিয়ে ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করেন বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোঃ সুমন মোল্লা, উপদেষ্টা, মোঃ আলাল উদ্দিন,শাহ আলম জনি ও আরাফাত ভুইয়া বন্ধু সভার সভাপতি সুমাইয়া হামিদ দিয়া সাধারণ সম্পাদক ছিদরাতুল রশিদ পিয়াল বন্ধুসভার সাবেক সভাপতি ইকরাম বক্স সহ ভৈরব বন্দুসভার একঝাঁক বন্ধুরা। প্রথম আলো ভৈরব বন্ধুসভা বিতর্ক প্রতিযোগিতা, পাঠচক্র, বৃক্ষরোপণ, বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, সহমর্মিতার ঈদ কর্মসূচি, বন্ধুউৎসব, বইমেলায় নিয়মিত স্টল দেওয়া,রুচিশীল সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, বার্ষিক বনভোজন চিত্রাঙ্কন প্রতিযোগিতা,মানবিক মানুষ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত সহ জনকল্যাণ ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যেই ভৈরব সহ দেশ ও বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে। এ ছাড়াও সংগঠন টি বেশ কবার জাতীয় পুরস্কার সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান থেকে সম্মাননা অর্জন ও পুরস্কার লাভ করেন।