নিসচা’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসানুল হক কামালের মৃত্যুতে নিসচা ভৈরব শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত।
-
আপডেটের সময় :
শনিবার, ১০ জুন, ২০২৩
-
২৬
জন দেখেছেন

- আশরাফুল আলম,নির্বাহী সম্পাদক:
- নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রোটারিয়ান সৈয়দ এহসানুল হক কামালের মৃতুতে মরহুমের আত্নার মাগফেরাত কামনা করে নিসচা ভৈরব শাখা আজ ১০ জুন শনিবার সকাল ১১ টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস এম বাকী বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরবের কৃতিসন্তান কুমিল্লা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ প্রধান বিচারপতি পদকে ভূষিত মোঃ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচার উপদেষ্টা ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী। আলোচনাসভা শেষে অর্থ সম্পাদক মোঃ বিল্লাল হোসেনের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির অন্যতম সদস্য ও ভৈরব শাখার সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার কার্যকরী কমিটি, সাধারণ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর মধ্যে নিসচার সহ- সভাপতি মনিরুজ্জামান ময়না, জসিম উদ্দিন রবীন, সহ সাধারণ সম্পাদক জালাল আহমেদ , সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, দপ্তর সম্পাদক শাহ আলম জনি, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক শাখাওয়াত হোসাইন বাবুল, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী উসমান গণি, কার্যকরী সদস্য, মোঃ জাকির হোসেন, মোঃ লোকমান সরকার,লেঃ মোঃ অহিদুর রহমান, মাহিন সিদ্দিকী, মাজহারুল ইসলাম সুজন, আশরাফুল আলম, কাজী রাকিবুল আলম, সাধারণ সদস্য, লতিফা হেলেন মুক্তা, শাহীনা আক্তার ও কবি নাজমুল প্রমূখ। অনুষ্ঠানের প্রধান অতিথি মরহুম কামাল হোসেনের দেশপ্রেম সামাজিক দায়িত্ববোধ ও সড়ক আন্দোলনে তার বিশেষ অবদান সমূহ তুলে ধরেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন
এ জাতীয় আরো খবর...