দাও মৃত্যু -মোহাম্মদ হোসেন ভুইঁয়া চেয়ারম্যান
এতো যন্ত্রণা বুকে নিয়ে
চাইনা আর তোমার করুণা
এর চেয়ে অনেক ভালো
দাও মৃত্যু,দাও শেষ মন্ত্রণা!
দু,মুঠো অন্ন জলের জন্য
বেঁচে থাকা আর সহ্য হয়না
যেখানে নেই কোন স্বপ্ন
শুধুই বিধানের বেড়াজাল!
আশার আত্মাহুতি দিয়ে
বেঁচে থেকে কি লাভ
তোমার সৃষ্টিতে কোথাও
আছে কি নিয়মের বোলচাল?
আমার জন্য রেখেছো যতো বিধান
আমি চাইনা বন্দী হতে সেই শাস্ত্রে
তোমার কাছে রয়েছে শত পন্থা
দাও মৃত্যু নিয়ে যাও শেষ প্রান্তে!
Leave a Reply
You must be logged in to post a comment.