তরুন নির্মাতা পার্থিব মামুন পরিচালিত ‘বউ তুমি আমার’
তরুন নির্মাতা পার্থিব মামুন
মফস্বল থেকে নাটক বানাচ্ছেন হুমায়ূন ভক্ত পার্থিব মামুন।
২০০৩ সাল থেকে নাটক নির্মাণ করছেন পার্থিব মামুন। শুরুতে কিছুদিন ঢাকায় থেকে কাজ করলেও পরবর্তীতে এই নির্মাতা চলে যান নিজের এলাকা বি-বাড়ীয়া জেলার আশুগঞ্জ থানায়। সেখান থেকেই এখন নাটক নির্মাণ করে নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে দর্শকের কাছে উপস্থাপন করছেন।
দর্শকও বেশ আগ্রহ নিয়েই তার নাটক দেখছেন। পাশাপাশি টিভির জন্যও নাটক নির্মাণ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর তার পরিচালিত ‘বউ তুমি আমার’ নাটকটি চ্যানেল আইতে বিকাল ৩টা ৫ মিনিটে প্রচার হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.