জীবন কারো অপেক্ষায় থেমে থাকে না-জামশেদ আলী
জীবন এক বহতা নদী বয়ে চলে নিরবধি।
একগতি রোধ হলে ধাবিত হয় ভিন্ন কূলে।
প্রবাহমান ধারা তার ধেয়ে চলে কালের অন্তরালে।
নদীর একুল ভাঙ্গে ঐ কূল গড়ে দেখায় আদি খেলা।
কেউ দেখে না কোথা হতে কে খেলায় এই খেলা!
আদি কারণ বুঝার মতো সাধ্য থাকা চায়।
এই রহস্য বুঝার মাঝেই জনমের সার্থকতা বিলায়।
গতি নিয়ে চলার মাঝেই স্বার্থকতা নয়।
পরোপকারে আত্মতুষ্টিতেই মাহাত্ম্য মিলায়।
উচিলাতে ঘুরছে মানব থেমে নেই জীবনের গতি ধারা।
আপন কূলে বাঁধা পেলে ধাবিত হয় ভিন্ন কূলে।
কারো জন্য কারো জীবন থেমে থাকেনা।
কাউকে সদা প্রয়াসে বশ্যতায় রাখা যায় না।
চলে যেতে চাইলে জোর করে ধরে রাখা সমীচিন না।
চিরদিন কারো সুখে যাবে এমনটি যথাযথ না।
জোয়ার ভাটার ফলশ্রুতিকে মেনে নিতে হয়।
জোয়ার দেখে মুগ্ধ হয়ে ভাটায় মুখ ফিরিয়ে নিলে সফলকামী না।
নদী যেমন হারিয়ে স্রোত ফিরে পাওয়ায় অধিক সুখ বিলায়।
মানব জনমও সুখকর ত্যাগের মহিমায় অনাকাঙ্ক্ষিত পাওয়ায়।
Leave a Reply
You must be logged in to post a comment.