তোমার বিশ্বাসের স্থানটি আমি
হয়ত অর্জন করতে পারিনি, তবে
আমি জানি তোমাকে ভালবাসি।
হয়ত আমার ভালবাসা তোমার
হৃদয় স্পর্শ করতে পারেনি, তবুও
আমি জানি তোমাকে ভালবাসি।
হয়ত তুমি ভেবে নাও আমি ভালবাসার
অভিনয় করে যাই, তবু নিঃসন্দেহে
আমি জানি তোমকে ভালবাসি।
তুমি আমার উপর রাগ কর কারনে
অকারণে হয়তবা আস্থা হাড়াও, তথাপি
আমি জানি তোমাকে ভালবাসি।
কঠিন সংগ্রামে আমি এক কঠোর যোদ্ধা,
আঘাতে জর্জড়িত হৃদয় পাথড়, তখনও
আমি জানি তোমাকে ভালবাসি।
মিথ্যে ছলনায় কখনও বলতে চাইনি, কারন
আমি জানি তোমাকে ভালবাসি।
তুমি আমার দুটি সন্তানের জনণী, আর তাই
আমি জানি তোমাকে ভালবাসি।
তোমার দুটি কোমল হাত সপেছিল আমারই সাথ,
তবতক আমি কুপোকাত, সেই থেকেই
আমি জানি তোমাকে ভালবাসি।
এটাই চরম সত্য যে, সত্যিই তো
আমি জানি তোমাকে ভালবাসি।
শুভ জন্মদিন আমার ভালবাসার বউ💕
Leave a Reply
You must be logged in to post a comment.