ক্লান্তিহীন পথিক
মোহাম্মদ হোসেন ভুইঁয়া চেয়ারম্যান
ক্লান্তিহীন পথিক চলছে ধীরে
ছিল একদিন অন্তঃপুরে
টেনে নিল শিকড়ে
কান্ড,শাখা প্রশাখা
প্রবাহিত করে পাঠালো শিখরে
যাবে আবার অন্তঃপুরে!
সাধ্য কারো নাহি থাকিবে ভবে
রাতজাগা প্রহরকে নিয়ে চলেছে
সকাল দুপুর রাত গড়িয়ে
আবার নিঝুম রাতের ঘুমে
কালের প্রহর নাহি থামে
ক্লান্তিহীন পথিক চলছে ধীরে!