ফারজানা আক্তার, স্টাফ রিপোর্টারঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরের ফরিদপুর ইউনিয়ন প্রবাসী কল্যান ঐক্য পরিষদ এর পক্ষ থেকে কুলিয়ারচরের উন্নয়নের রূপকার কুলিয়ারচর আওয়ামিলীগের প্রধান উপদেষ্টা ও কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মূছা মিয়া(সিআইপি) সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও ফরিদপুর ইউনিয়নের সকল প্রবাসীদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ২৭ জুন বিকাল ৫ ঘটিকার সময় ফরিদপুর ইউনিয়ন প্রবাসী কল্যান ঐক্য পরিষদের আয়োজনে ফরিদপুর আনন্দ বাজার কমিটির সভাপতি গোলাম মিয়ার সভাপতিত্বে ফরিদপুর ইউনিয়নে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠনের অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন,কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুক্তিমামুদ খোকা, ফরিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ফরিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য সাবেক প্রবাসী আবদুল মজিদ (ইরাকি), সাবেক উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল-আমিন ভূইয়া টেংকু, সাবেক ছাত্রলীগ নেতা ও মাযার কমিটির সেক্রেটারী মোঃ তারেক আজিজ খান ইকবাল, ফরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মুছা, যুবলীগ নেতা মোঃ নুরুল ইসলাম নুরু মিয়া, আওয়ামী লীগ নেতা মোঃ ওমর ফারুক ভূঞা এবং ফরিদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগন। অতিথি বৃন্দগণ উক্ত মিলাদ মাহফিলে মূছা মিয়া সিআইপি সাহেবের মহান কর্ম জীবন নিয়ে স্মৃতিচারন তুলে ধরেন এবং এ সংগঠনের মাধ্যমে ঐক্য হয়ে এলাকার মানুষের সুখ দুঃখে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য,মূছা মিয়া (সিআইপি)১৯ জুন সকাল ৬ ঘটিকার সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন। অনুষ্ঠানের দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন,মাওলানা মোঃজামাল উদ্দিন।
Leave a Reply
You must be logged in to post a comment.