অনলাইন ডেস্ক:
কিশোরগঞ্জ ভৈরব মেঘনা নদী ত্রিসেতুর নিচ থেকে হাত পা বাঁধা অজ্ঞাত আনুমানিক ৩০ বছর বয়সী এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ভৈরব নৌ থানার পুলিশ।২১ অক্টোবর সকাল ১০ ঘটিকায় ভৈরব নদী থেকে ভাসমান অবস্থায় এ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় লাশের মাথায় চারটি আঘাতের চিহ্ন ও হাত পা বাঁধা ছিল।
এ ব্যাপারে ভৈরব নৌ থানার অফিসার ইনচার্জ মো.সাইদুর রহমান জানান,খবর পেয়ে ঘটনান্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে দূর্বৃত্তরা যে কোন সময় তাকে হত্যা করে হাত পা বেঁধে নদীতে ফেলে যেতে পারে। লাশের সুরৎহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।
লাশটির মাথায় ৪টি আঘাতের চিহ্ন রয়েছে। লাশের ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.