অফিস ডেস্ক:
কিশোরগঞ্জ ভৈরব উপজেলার ভৈরব নৌ-পুলিশ ইউনিট এর ইনচার্জ মোঃসাইদুর রহমান এর নেতৃত্বে এস.আই মোঃরাসেল মিয়ার দিক নির্দেশনায় সঙ্গীয় ফোর্সসহ ভৈরব থানাধিন কালিপুর দক্ষিনপাড়া হইতে ৬ অক্টোবর রাত ১২:১৫ মিনিটে দেশীয় তৈরি রিভালবার ও ৪ রাউন্ড গুলিসহ শাহিন (৩০),পিতা:সিরাজ মিয়া, সাং কালিপুর উত্তরপাড়া ১২ নং ওয়ার্ড, আটক করা হয়।এস.আই রাসেল মিয়া বলেন আটককৃত নৌ ডাকাত এর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।ভৈরব নৌ-পুলিশ ইউনিট এর ইনচার্জ মোঃসাইদুর রহমান বলেন আটককৃত ডাকাতের বিরুদ্ধে সকালে মামলা দিয়ে কিশোরগঞ্জ জেলখানায় প্রেরন করা হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.