অফিস ডেস্ক:
কিশোরগঞ্জ ভৈরব থানায় হাবিবুর রহমান মিরাজ (২১) নামে এক ভূয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে এসআই রিয়াজুল।
২৯ সেপ্টেম্বর রোজ বুধবার রাত আনুমানিক ১০টায় শহরের কমলপুর থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলার মন্ডলপাড়া গ্রামে ভূয়া পুলিশ সদস্য পরিচয় দেয় হাবিবুর রহমান মিরাজ।
এসআই রিয়াজুল জানায়, শহরের কমলপুরে ফরিদা ডেন্টাল কেয়ারের সামনে হাবিবুর রহমান মিরাজ নিজেকে পুলিশ পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় সে কখনও পুলিশের এসআই আবার কখনও কনস্টেবল পরিচয় দেয়। শুধু তাই নয়, ভৈরব হাইওয়ে পুলিশে কর্মরত আছে বলে জানান তিনি। এসব কথায় সন্দেহ হলে তাকে স্থানীয়রা আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)কাজী মাহফুজ হাসান সিদ্দিক জানান, আটক হওয়া যুবক নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে একেক সময় একেক কথা বলায় সন্দেহ হয়। পরে ভৈরব থানা পুলিশ তাকে গ্রেফতার করে সকালে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.