কিশোরগঞ্জ ভৈরবে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ি-ঘর ভাংচুর ৪ জন আহত!
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর বড় বাড়ীর মরহুম লায়েস মিয়ার পুত্র শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মোঃ আক্তার হোসেন মেনু (৬০) ও তার ৩পুত্র দলবল নিয়ে একই বংশের মমতাজ উদ্দিন এর দুই পুত্র ও পুত্র বুধুকে এবং সাইফুল ইসলাম এর এক পুত্রকে মারধর এবং বাড়ি-ঘর ভাংচুর এর অভিযোগ করে আহত সিদ্দিক মিয়ার পিতা মোঃ মমতাজ উদ্দিন বলেন, এলাকার দুস্কৃতিকারী ও ভূমিদস্যু শিমুলকান্দির ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ এর প্রভাব দেখিয়ে গ্রামের বিভিন্ন অসহায় মানুষকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে জুলুম করে আসছে আক্তার হোসেন মেনু এরই ধারাবাহিকতায় আমার জমি জবর দখল করার পায়তারা করে মেনু গতকাল ২৪ জুলাই রাত ৯টায় আমার বাড়ি-ঘর ভাংচুর করে এর প্রতিকার চাইতে সামাজের গণ্যমাণ্য ব্যাক্তিবর্গের কাছে গেলে উক্ত ঘটনায় আরো ক্ষিপ্ত হয়ে মেনু পরের দিন আজ ২৫ জুলাই রোববার সকাল সাড়ে ৭ টায় মেনু তার ৩পুত্র মাদক মামলার আসামী চিহ্নিত মাদক সম্রাট মোঃ রুবেল (৩৪), মোজাম্মেল (৩০),মনির (২২) কে নিয়ে আমার ছেলেদের প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে আমার বড় পুত্র পাদুকা ব্যবসায়ী সিদ্দিক মিয়ার উপর হামলা করে পরে এক পর্যায়ে মেনু আমার ছোট পুত্র আরিফ (২৭) এর গালে কামর দিয়ে রক্তাক্ত জখম করে মাংস নিয়ে যায়। এবং মেনুর ৩পুত্র রুবেল,মোজাম্মেল, মনির লোহার সিকল দিয়ে এবং দেশীয় অস্ত্রধী দিয়ে আমার বড় পুত্র সিদ্দিক মিয়ার মাথায় ও মুখে এবং শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। পরে সে প্রাণে বাঁচার আকুতি করে আত্ম চিৎকার দিলে স্থানীয়রা রক্তাক্ত জখম অবস্থায় সিদ্দিক ও তার স্ত্রী এবং ছোট ছেলে আরিফ ও চাচাত ভাই সাইফুল ইসলাম এর পুত্র ইয়াসিন কে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আহত অবস্থায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসা করে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি করান। বর্তমানে এঘটনায় এলাকায় থমথম পরিস্থিতি বিরাজ করছে। আহত সিদ্দিক মিয়ার পিতা মমতাজ উদ্দিন আরো বলেন,উক্ত ঘটনায় মেনু ও তার ৩পুত্র আমার ছেলেদের রক্তাক্ত জখম করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করায় আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং উক্ত ঘটনায় আমি মমতাজ উদ্দিন বাদী হয়ে ভৈরব থানায় একটি মামলার দায়ের এর প্রস্তুতি নিচ্ছে। এব্যাপারে প্রতিপক্ষ আক্তার হোসেন মেনুর ব্যবহৃত ০১৭১৪-৯৯২৯৫৫ এই নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়ায় কথা বলা সম্ভব হয়নি।
Leave a Reply
You must be logged in to post a comment.