অনলাইন ডেস্ক:
কিশোরগঞ্জ ভৈরবের আকবরনগর গ্রামের পাটখেত থেকে গত ২০ জুন রোজ রবিবার অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার হয়েছে।তার বয়স আনুমানিক ২৫-২৮ বছর হতে পারে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে পাটখেতটি আকবরনগর গ্রামের রেললাইন সংলগ্ন। সকালে সেখানে লাশ দেখতে পান স্থানীয় লোকজন।নারীর পরনে ছিল সালোয়ার -কামিজ। লাশটি অর্ধনগ্ন অবস্থায় ছিল।স্থানীয় লোকজনের ধারণা, ধর্ষণ শেষে ঔই নারীকে হত্যা করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।মামলাটির তদন্তকারী কর্মকর্তা (অপারেশন অফিসার) তারিকুল আলম বলেন,অজ্ঞাতনামা লাশের পরিচয় পাওয়া গেলে আসামীদের সনাক্ত করা সহজ হয়ে যেতো।তারপরও অতিশীঘ্রই আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আনার জন্য চেষ্টা চালানো হচ্ছে।
Leave a Reply
You must be logged in to post a comment.