রোমানা আক্তার শিমু,স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরব হাইওয়ে থানার পিছনে ৩৫ টি বেদে পরিবার দীর্ঘদিন যাবৎ অবস্থানরত।রোববার ১১ জুলাই বেদে পল্লীর মানুষের মাঝে ভৈরব থানার পক্ষ থেকে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃশাহিন এর নেতৃত্বে ত্রান সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।প্রতি পেকেটে ১১ কেজি ওজনের নিত্য প্রয়োজনীয় খাবারের আইটেম দেওয়া আছে।
ভৈরব থানার ওসি মোঃশাহিন বলেন
বেদে পল্লীর লোকজন তারা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল, করোনা ভাইরাসের জন্য সারাদেশের ন্যায় ভৈরবও লগডাউনের জন্য সবাই জরুরী প্রয়োজন ছাড়া কর্মে যেতে পারে না, তাই তারা অনেক কষ্টে জীবনযাপন করতেছে।আমি কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মাশরুকুর রহমান (বি পি এম বার)স্যারকে বিষয়টা অবগতি করে ভৈরব থানার পক্ষ থেকে এ উপহার সামগ্রী নিজে এসে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি।
বেদে পল্লীর একজন বলেন, ‘আমাদের এখানে অর্ধশতাধিক মানুষের বসবাস। করোনার কারণে আমাদের এখন তেমন কাজ নেই। এ জন্য আমরা সবাই পরিবার নিয়ে কষ্টে দিন পার করছি। ঘরে চাল ফুরিয়ে গেছে। চিন্তায় ছিলাম রাতে কী খাব। এখন ওসি সাবের উপহার পেয়ে আমি খুশি। রাতের খাবার নিয়ে আমার আর চিন্তা করতে হবে না।’
আজ ভৈরব থানার ওসি আমাদের এখানে এসে নিজের হাতে ত্রান সামগ্রী উপহার হিসেবে দিয়েছেন। এতে আমরা সবাই খুশি।
Leave a Reply
You must be logged in to post a comment.